সিকিউরিটি ব্যবস্থার দিক থেকে দেখলে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যপার চোখে পড়ার মত। বিশেষ করে সেই ভিডিও গুলো সূক্ষ্ম ভাবে দেখলে বোঝা যায়, আক্রমণকারী কোনও ফ্যাকট্রিতে বানানো উন্নত গুণমান যুক্ত অস্ত্র ব্যবহার করেনি, বরং তার কাছে যা পাওয়া গেছে তা নেহাতই বাড়িতে বানানো দেশি হ্যান্ডগান যাকে বলা হয় ‘জিপ গান’। এর রেঞ্জ কম, মারণ ক্ষমতা আরো কম।