৫৯টি চিনা অ্যাপ ব্যান করার এর এবার বিদ্যুৎ ক্ষেত্রেও চিনা আনা সামগ্রী বাতিলের দিকেই এগিয়ে চলেছে মোদী সরাকর। কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং জানিয়েছেন, চিন বা পাকিস্তান থেকে বিদ্যুৎ সরঞ্জাম আনতে গেলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে। নাহলে ভারতে গ্রিড বপর্যয়ের মত আশঙ্কা থেকেই যাচ্ছে।