আগামী ১২ নভেম্বর শিখ সম্প্রদায়ের ধর্মগুরু গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। নানকের জন্মবার্ষিকীর প্রাক্কালে আলোর সাজে সেজে উঠল তাঁর জন্মস্থান নানকানা সাহিব। বর্তমানে প্রতিবেশী দেশ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত নানকানা সাহিব। গুরু নানকের জন্মবার্ষিকী পালন করতে ভারত থেকে পুণ্যার্থীরা রওনা দিয়েছেন পাকিস্তানের নানকানা সাহিবে। গত ২৮ অক্টোবর রাজধানী দিল্লি থেকে বার্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রওনা দিয়েছে পুণ্যার্থীদের দলটি। গুরু নানকের জন্মবার্ষিকীর আগেই আগামী শনিবার করতারপুর করিডরের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।