ফের একবার গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর্থিক দুর্নীতির মামলায় আরও একবার গ্রেফতার করা হল শরিফকে। চোধুরি সুগার মিল মামলায় তাঁকে গ্রেফতার করল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। কট লোকপত জেল থেকে তাঁকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে ন্যাব। আগেও নওয়াজের সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে আল আজিজিয়া মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাবাসে রয়েছেন নওয়াজ।