অসাধ্য সাধন করল ইজরায়েল ইউজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীরা। মা-বাবা বা কোনও নিষিক্ত ডিম্বাণু শুক্রাণু ছাড়াই তৈরি হল ভ্রুণ। যুগান্তকারী আবিষ্কারের সাক্ষী থাকল গোটা বিশ্ব। 'অ্যাসিটেড রিপ্রোডাকশন টেকনোলজি'পদ্ধতিতে তৈরি হল নিষিক্ত ডিম্বাণু-শুক্রণু ছাড়া শুধুমাত্র সেল থেকে পৃথিবীর প্রথম ভ্রুণ।