এশিয়ানেট নিউজ সম্বাদে মুখোমুখি ভেনু রাজামণি। শ্রীলঙ্কায় একটা সময় রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন রাজামণি। রাজামণি-র মতে 'শ্রীলঙ্কার সঙ্কটকে সামাল দেওয়ার ভারতের পক্ষে মুশকিল'। রাজামণি এই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন 'চিনও শ্রীলঙ্কায় সুযোগ খুঁজছে'। 'চিন এই পরিস্থিতির ফায়দা তুলতে তৎপর, তারা বোকা নয়', বললেন রাজামণি।