যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে রুশ গোলার আঘাতে মৃত ভারতীয় ছাত্র নবীন এসজি-র জন্যেই দেশে ফিরতে পেরেছেন। খারকিভ থেকে ফেরা চন্দন গৌড়া, এশিয়ানেট নিউজ'কে জানালেন সেই দেশের পরিস্থিতি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ানরা তাঁকে হত্যা করতে বদ্ধ পরিকর। ক্রেমলিনের নির্দেশে শত শত ভাড়াটে রুশ গুন্ডা ইউক্রেনের ঢুকে পড়েছে।
মারিউপোল নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছে ইউক্রেন। তাদের দাবি এই শহরে প্রায় ৬ দিন ধরে রুশ সেনা বাহিনীর স্থানীয় বাসিন্দাদের আটকে রেখেছে। অধিকাংশ মানুষই রুশ হামলার হাত থেকে বাঁচতে বাঙ্কারে আশ্রয় নিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে গগন নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি একজন ভারতীয় তাই ভারতে ফিরতেই পারেন। কিন্তু তাঁর স্ত্রীকে নিয়ে ভারতে ফেরা সম্ভব নয়। কারণ তাঁর স্ত্রী ইউক্রেনীয়। ইউক্রেনের অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূতের অফিসের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।
রবিবার পুতিন ফরাসি প্রসেডিন্টে ইমানুয়ের ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন। তিনি মারিউপোল ইস্যুতে ইউক্রেন সরকারকেই দাবি করেছেন। এই শহর থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যেতে কিয়েভ ব্যার্থ হয়েছে বলেও অভিযোগ তাঁর।
ইউক্রেনের বেশ কয়েকটি শহর ও বিমানঘাঁটি রুশ হামলার তছনচ হয়ে গেছে। গত ১১ দিন ধরে রাশিয়া ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের ওপর। কিয়েভের অভিযোগ রাশিয়ার গোলা-গুলির হামলা ছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালিয়েছে।
ভারতীয় দূতাবাসের তরফে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, 'ইউক্রেনে যেসব ভারতীয়রা এখনও পর্যন্ত আটকে রয়েছেন, তাঁদের জরুরি ভিত্তিতে একটি গুগল ফর্ম ফিলআপ করতে হবে।'
কোনও প্রবাসী ভারতীয় যেন নিরাপত্তার অভাব বোধ না করেন, এমনই আশ্বাস পোল্যান্ডে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের। এশিয়ানেট নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন শেল্টার হোমের তদারকিতে সাহায্য করছেন প্রবাসী ভারতীয়রা।
পড়াশোনার জন্য বহু বছর ধরেই ইউক্রেনে পাড়ি দেন বহু ভারতীয়। একইভাবে সেখানে পড়ে গিয়েছিলেন অভিষেক। ১৯৯৫ সালে খারকিভে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন তিনি। কিন্তু, তারপর আর দেশে ফেরেননি। খারকিভেই ব্যবসা শুরু করেন। তাঁর ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর ফার্ম রয়েছে সেখানে।
ওলেনা জেলেনস্কি বলেন, এই ভয়ঙ্কর সত্যিটা তুলে ধরতে হবে। রুশ সেনারা ইউক্রেনের শিশুদের নৃশংসভাবে হত্যা করছে। তিনি রুশ সেনাদের হামলায় ইউক্রেনের মৃত পাঁচ শিশুর ছবিও নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছেন।