আফগানিস্তানের তালিবান প্রশাসন জানিয়েছে, মধ্য কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় প্রাক্তন কূননৈতিক এলাকার একটি স্থানে বিস্ফোরণ হয়েছে।
ইতালি থেকে সোজা গ্লাসগোতে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রপুঞ্জের কনফারেন্স অব পার্টিজ চলবে ১৩ দিন ধরে। ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে এই সম্মেলন। ১২ নভেম্বরে শেষ হবে এই সম্মেলন। অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও যাবেন সেখানে এই সম্মেলন যোগ দিতে। সেখানে মোদীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়তেও দেখা যায় প্রবাসীদের। সোমবার সেখানে সমস্ত ভারতীয়দের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন তিনি। সেখানে ভারতের উন্নয়নের বিষয়েই মূলত কথা বলেন তিনি। মোদীর সঙ্গে সাক্ষাতের পর মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা। প্রসঙ্গত, তিন দিনের ইতালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই সোজা গ্লাসগোয় চলে যান মোদী। সোমবার গ্লাসগোয় সিওপি ২৬ বক্তব্য রাখেন তিনি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কীভাবে জীবনযাপন করা যায় সেই কথাও বলেন সেখানে তিনি। এছাড়াও স্কটল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলাদা ভাবে কথা বলেন মোদী। একাধিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। মোদীর সঙ্গে আলোচনার পর এদিন সকলের মুখেই মোদীর প্রশংসা শোনা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তাঁর সরকার নাগরিকদের অভিযোজনের সুবিধে দিচ্ছে- কলের জল দেওয়ার জন্য ক্লিন ইন্ডিয়া মিশনের মত পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পর স্কটল্যান্ডে বসবাসকারী ভারতীয় প্রতিনিধিরা তাঁদের উপলব্ধি ভাগ করে নিয়েছেন। তাঁদের অধিকাংশের মত ভারত এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে যিনি দেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশে আসনে বসাতে মরিয়া চেষ্টা করে যাচ্ছেন।
২৪ বছর বয়সী এক যুবক ‘ব্যাটমানের জোকারের পোশাকে’ টোকিওর একটি চলন্ত ট্রেনের এক বগিতে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এরপর ওই ব্যক্তি যাত্রীদের ওপর ছুরি হাতে হামলা চালায় বলে অভিযোগ।
খসড়ার বিবৃতি অনুযায়ী আমেরিকা, চিন, ভারত, রাশিয়াসহ প্রায় ২০টি দেশ এই লক্ষ্যে একমত হয়েছে। প্রসঙ্গত বিশ্বের মোট গ্রিন হাউস গ্যাস নির্গমণের ৮০ শতাংশের জন্য দাবি পাঁচটি দেশ।
নাসার মহাকাশচারী মেঘান ম্যাকআর্থার নিজের সোশ্যাল মিডিয়া থেকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, মহাকাশে প্রথম জন্মানো লাল-সবুজ লঙ্কার স্বাদ তারা এই প্রথম পেলেন।
গত পাঁচ বছর ধরে এই দ্বীপের তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালিয়েছিল ইন্দোনেশিয়ার একদল মৎজীবী। অবশেষে তারা সেই গুপ্তধমনের সন্ধান পেয়েছে
ট্রেভি- ইতালির অন্যতম দর্শনীয় স্থান। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রাচীন এই ঝরনা। এই ঝরনার শিল্প ও শৈলী প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত আকর্ষণ করে যাচ্ছে ভ্রমনার্থীদের।
তালিবান সূত্রে জানান হয়েছে হাইবাতুল্লাহ শনিবার কান্দাহারের দার-উল-হামিকা মাদ্রাসায় গিয়েছিলেন। সেখানে তিনি তালিবানদের যোদ্ধাদের উদ্দেশ্যেই ভাষণ দেন।