আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একদম সঠিক। মঙ্গলবার এমনই বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
২০ বছর পর ফের তালিবানদের দখলে আফগানিস্তান। তালিবানদের দখলে যেতেই অফগানিস্তান ছাড়ার হুড়োহুড়ি পড়ে যায় সেখানকার সাধারণ মানুষের। একের পর এক ভয়াবহ ভিডিও উঠে আসতে থাকে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আফিগানিস্তানের রাষ্ট্রপতি ভবনে তালিবানরা। পার্লামেন্টেও দেখা যায় তালিবানদের। আগ্নেয়াস্ত্র হাতে তালিবানদের পার্লামেন্ট দখল করতে দেখা যায় একটি ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।
আফগানিস্তান থেকে তাজিকিস্তান হয়ে ওমানে আশ্রয় নিয়েছেন আশরাফ ঘানি। সূত্রের খবর আমেরিকা চলে যেতে চাইছেন তিনি।
আফগানিস্তান তালিবানদের দখলে। ২০ বছর পর ফের আফগানিস্তান তালিবানদের দখলে। প্রাণ বাঁচাতে মরিয়া আফগানিস্তানের মানুষ। কাবুল বিমানবন্দরে দেখা গেল অসংখ্য মানুষের ভিড়। প্রাণ বাঁচাতে চলন্ত বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় মানুষকে। শুধু তাই নয় প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। পরে চলন্ত বিমান থেকেই পড়ে মৃত্যু হয় ২ যাত্রীর। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট দুনিয়া।
আফগান সংসদে উত্তপ্ত তালিবানদের বুটের আওয়াজে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সেই ছবি। আফগান পার্লামেন্ট তৈরি করেছিলে ভারত।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের অসামরিক বিমান কর্তৃপক্ষের তরফে সব বিমানকে রুট পরিবর্তন করতে বলা হয়েছে। আর যদি কোনও বিমান কাবুলের আকাশসীমায় প্রবেশ করে তাহলে সেই বিমান আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না।
রবিবার তালিবানরা কাবুল দখলের পর থেকেই বেপাত্তা আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশ থেকে পালানোর আগে গাড়ি আর হেলিকপ্টারে টাকা বোঝাইয় করে নিয়ে গেছেন।
তালিবানদের আফগানিস্তানের উন্নয়নে সহযোগিতা করবে চিন। বেশ কয়েকটি শর্ত দিয়েছে বেজিং।
বিমানের চাকা ধরেই দেশ ছাড়ার মরিয়া প্রচেষ্টা করেছিলেন দুই আফগান নাগরিক। বিমানটি উড়তেই মাঝ আকাশ থেকে পড়ে মৃত্যু হল তাঁদের।
তালিবান শাসনে ২৪ঘণ্টার মধ্যেই আরাজকতা স্পষ্ট হয়েছে। দেশ ছেড়ে পাতালে মরিয়া চেষ্টা করছে বহু আফগানবাসী।