সংক্ষিপ্ত
- করোনাভাইরাসের সংক্রমণ খোদ বেলেঘাটা আইডিতে
- আইডি-র ২ স্বাস্থ্যকর্মী ও ১ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন
- আক্রান্ত নার্স খিদিরপুরের বাসিন্দা, স্বাস্থ্যকর্মীরা থাকেন আইডি-র কর্মী আবাসনে
- রাজ্যে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে
করোনাভাইরাসের সংক্রমণ খোদ বেলেঘাটা আইডিতে। সূত্রের খবর, বেলেঘাটা আইডি হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী এবং একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, করোনা আক্রান্ত বালিগঞ্জের কাছে ফের এসবিআই শাখার এক আধিকারিক, দ্রুত সিল করা হল ব্যাঙ্ক
হাসপাতাল সূত্রের খবর, গতকাল নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ওই নার্স খিদিরপুরের বাসিন্দা। এবং বাকি ২ জন স্বাস্থ্যকর্মী থাকেন আইডি-র কর্মী আবাসনে। সম্প্রতি তাঁদের করোনা উপসর্গ শরীরে দেখা দেওয়ায় লালা রস পরীক্ষা করতে পাঠানো হয়। রিপোর্ট পজিটিভ আসতেই দ্রুত তাদের সংস্পর্শে আসা সকলকেই চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানো হবে। পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্য়েই ওই আবাসনকে জীবাণুমুক্ত করা হয়েছে।
অপরদিকে, মুকুন্দপুর আমরির এক চিকিৎসকের রিপোর্টও পজিটিভ এসেছে। বারাসাতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ওই চিকিৎসকের বাড়ি বারাসাতের বিজয়নগরে। রাজ্যে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে। দুই প্রবীণ জনপ্রিয় চিকিৎসকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।
কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ
করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের
বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর