সংক্ষিপ্ত
- কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের আরও ১ কর্মীর
- কনস্টেবল দীপঙ্কর সরকারের মৃত্য়ুতে শোকের ছায়া জোড়াবাগানে
- তাঁর পরিবারের প্রতি পাশে থাকার কথা জানিয়েছে কলকাতা পুলিশ
- এনিয়ে কলকাতা পুলিশের ৮ কর্মী ও আধিকারিকের কোভিডে মৃত্যু
কোভিডে প্রাণ হারালেন কলকাতা পুলিশের আরও এক কর্মী। তিনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি হাসপাতালে৷ রবিবার সেই হাসপাতালেই চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।উল্লেখ্য, এই পর্যন্ত করোনায় কলকাতা পুলিশের ৮ জনের মৃত্যু হল৷
আরও পড়ুন, চিকিৎসকের মৃত্য়ুতে ২৩ লক্ষ টাকার বিল, স্বাস্থ্য় ভবনে খবর যেতেই কমে গেল ৭ লক্ষ
সূত্রের খবর, ওই কলকাতা পুলিশ কর্মী জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন৷ জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কনস্টেবল দীপঙ্কর সরকার৷ উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান তিনি৷ সেই রিপোর্ট পজেটিভ আসে৷ শরীরের অবস্থা অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেই হাসপাতালেই চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।কলকাতা পুলিশ জানিয়েছে,'কনস্টেবল দীপঙ্কর সরকার৷ জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন৷ একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে ৷ কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে৷ প্রাণ হারালেন আজ রবিবার৷ প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে৷'
আরো পড়ুন, রোগীর কাছ থেকে নেওয়া যাবে না লাগাম ছাড়া বিল, বেসরকারি হাসপাতালকে সতর্ক করল কমিশন
এই পর্যন্ত করোনায় কলকাতা পুলিশের ৮ জনের মৃত্যু হল৷ প্রসঙ্গত গত সপ্তাহে ২৪ জুলাই শুক্রবার কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। তারপর তার চব্বিশ ঘন্টা না পেরোতেই ২৫ জুলাই শনিবার মৃত্যু হয় হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মনের। এরপর পয়লা অগাস্ট শনিবার কোভিডে মৃত্যু হয় কলকাতা পুলিশের আরও ১ আধিকারিকের। চিৎপুর থানায় কর্মরত অ্য়াসিট্য়ান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিকের নাম তপন চন্দ্র কুমার। উল্লেখ্য, এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যাটা ছিল ১১৮৮ জন৷ লালবাজার জানিয়েছিল,করোনা আক্রান্তের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন৷
কনস্টেবল দীপঙ্কর সরকার। জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে...
Posted by Kolkata Police on Sunday, August 2, 2020
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের