সংক্ষিপ্ত

রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মবার্ষিকীকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মবার্ষিকীকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, রাজ্য নির্বাচনের সময় প্রচারে বহুবার রবি ঠাকুরের কবিতার আশ্রয় নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, 'আমার বিনম্র শ্রদ্ধা।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাষণেও অনেকসময় রবীন্দ্রনাথের উক্তি শোনা যায়।এবার রবীন্দ্র জয়ন্তীতে আরও আন্তারিকভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন এই দুই জনপ্রিয় নেতা-নেত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে থাকুক।' পাশাপাশি এদিন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  টুইট করে জানিয়েছেন, 'আমি গুরুদেবকে তাঁর জন্ম জয়ন্তীতে প্রণাম করি। চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তিনি আমাদের জাতি, সংষ্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন। তিনি শিক্ষা এবং সামাজিক  ক্ষমতায়ানের উপর জোর দেন। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্নপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।'

আরও পড়ুন, ১৮ বছর পার, রবিঠাকুরের চুরি যাওয়া নোবেল হয়নি উদ্ধার, 'সিবিআই না পারলে' তদন্তে তৈরি রাজ্য

আরও পড়ুন, 'দুর্যোগ নিয়ে রাজনীতি নয়', শাহ-র ডোজের পরেই ঘূর্ণিঝড়ে মমতার সরকারকে সাহায্য বার্তা শুভেন্দুর

গত বছর রবীন্দ্র জয়ন্তীতে ছিল কোভিড পরিস্থিতি। তাই রবীন্দ্র সঙ্গীতের সঙ্গেই চালাতে হবে করোনা সচেতনতা নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান। এই মর্মে কলকাতা পুলিশ-সহ সব জেলার পুলিশ সুপার এবং থানাগুলিকে নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানভান সিংহ। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বা বড় হাউসিং কমপ্লেক্সের সামনে রবীন্দ্রনাথের কাট আউট লাগিয়ে অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়। তবে সমস্ত অনুষ্ঠান করতে হবে সামাজিক দূরত্ব মেনে বলা হয়েছিল। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে রাজ্য সরকার রবীন্দ্র জয়ন্তী পালনে আড়ম্বরের কিছুটা পরিমাণে কমিয়ে আনাও হয়েছিল। এছাড়াও অযথা রাস্তায় জমায়েত এই দিনে করা যাবে না বলেও রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন, ঘূর্ণীঝড় অশনির জেরে বৃষ্টি শুরু, প্রবল বর্ষণে ভাসতে চলছে কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

 অপরদিকে, গত বছর রবীন্দ্র জয়ন্তি পড়েছিল ৮ মে। রাজ্য সরকারের তরফে জানানো হয় , ক্যাথিড্রাল রোড এলাকায় রবীন্দ্রজয়ন্তী পালন করবে বলে জানায় রাজ্য় সরকার।  সেখানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সতর্কতামূলক হিসেবে একাধিক কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  রবীন্দ্রজয়ন্তী ঘিরে যেনও বেশি জমায়েত না হয় , তার আবেদন জানিয়েছিল আগেই রাজ্য সরকার। অনুষ্ঠানের জন্য কোনও মঞ্চ বাঁধা হবে না। কেবল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।  যদিও সেসব এখন অতীত।