সংক্ষিপ্ত
- করোনা টেস্ট নিয়ে রাজনীতির শিকার ১২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
- প্রতিশ্রুতি দিয়েও করোনা টেস্ট বাতিল পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডে
- 'তিনি সিপিএম-র কাউন্সিলার বলেই করোনা টেস্ট করানো হল না'
- এমনটাই জানিয়েছেন স্থানীয় সিপিএমের কাউন্সিলর নিহার ভক্ত
করোনা টেস্ট নিয়ে এবার রাজনীতির শিকার কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিশ্রুতি দিয়েও করোনা টেস্ট বাতিল কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সিপিএমের কাউন্সিলর নিহার ভক্তের বক্তব্য, 'তিনি সিপিএম-র কাউন্সিলার বলেই করোনা টেস্ট করানো হল না।'
স্থানীয় সিপিএমের কাউন্সিলর নিহার ভক্তের বক্তব্য, শনিবার তাঁর মাধ্যমে কলকাতা কর্পোরেশনের উদ্যোগে একটা করোনা টেস্টের আয়োজন করা হয়েছিল ১২৭ নম্বর ওয়ার্ড অফিসে। শুক্রবার পর্যন্ত ঠিক ছিল এই করোনা টেস্ট শনিবার সকাল থেকে শুরু হবে। সেই মত সিপিএম কাউনসিলর নিহার ভক্ত সমস্ত আয়োজন করে রেখেছিলেন । হঠাৎই শনিবার সকালে নটায় নিহার ভক্ত জানতে পারলেন, 'আজ করোনা টেস্ট হবে না'। ১২৭-এর হেলথ অফিসার রমা মান্ডি নিহার বাবুকে ফোন করে বলে, 'আজ করোনা টেস্ট হবে না'। কিন্তু শনিবার ওই এলাকাতে মাইকের মাধ্যমে প্রচার চালানো হয় 'শনিবার বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে করোনা টেস্ট করা হবে।'
আরও পড়ুন, পরামর্শ না মানলেই বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল, কড়া বার্তা কমিশনের
নিহার বাবুর বক্তব্য, যেহেতু তিনি সিপিএম এর কাউন্সিলার, তাই তাঁর মাধ্যমে এই করোনা টেস্ট করানো হল না। যদি শনিবার ও রবিবার দুদিন হত করোনা টেস্ট তাহলে এলাকার সাধারণ বাসিন্দারা উপকৃত হত। তিনি আরও বলেন, '৫ অগাস্ট একই ভাবে একটি কোভিড টেস্ট হয়েছিল। ১২৭ ওয়ার্ডে সেদিন ছিল লকডাউন। সেই লকডাউনের দিনে একই সঙ্গে রাজ্য সরকার ৬ টি ওয়ার্ডে ৬ টি গাড়ি দিয়েছে। এবং ১২৭ ওয়ার্ডের বাসিন্দাদের দুভাগ্য যে সেদিন আমি মানুষের সাহায্য় করতে গিয়ে সারারাত থানায় আটক থাকি। ১০ অগাস্ট আমার জামিন নিতে হয়। ৫ অগাস্ট লকডাউনের দিনে অন্য ওয়ার্ডে করোনা টেস্ট হলেও সেখানে কেন অন্য কেউ গ্রেফতার হয়নি। বিশেষত যেখানে তারিখ পর্যন্ত ঠিক করেছিল রাজ্য স্বাস্থ্য় দফতর', প্রশ্ন তুলেছেন নিহার ভক্ত। অপরদিকে, ওয়ার্ডের মেডিকেল অফিসার রমা মান্ডিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'আমাকে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে আজ হবে না। এর চেয়ে বেশি আমি জানি না, বলতে পারব না।'
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা