সংক্ষিপ্ত

  • হাইকোর্টে পুজো পুনর্বিবেচনা মামলার শুনানি
  • করোনা আবহে আদালের রায়কে স্বাগত ডক্টরস ফোরামের
  • উচ্চ আদালতের নির্দেশের দিকে তাকিয়ে সবপক্ষ
  • প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা পুজো কমিটিগুলির

রুশী পাঁজা, কলকাতা- দুর্গা পুজোয় রাজ্যের মণ্ডপগুলি দর্শক শূন্য থাকবে। করোনা সংক্রমণ রুখতে এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুজোর দোরগড়ায় এসে উচ্চ আদালতের এই রায়কে ঘিরে উদ্বিগ্ন পুজো কমিটি গুলি। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করেছে ফোরাম ফর দুর্গোৎসব। অন্যদিকে, আদালতের নির্দেকে স্বাগত জানিয়ে আগের রায়কে পুনর্বহাল রাখতে পালটা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।

আরও পড়ুন-বাড়ি থেকে পালিয়ে দিঘায় আত্মহত্যার চেষ্টা, হাতে-গলায় ব্লেড চালিয়ে হাসপাতালে ছাত্র

পুজো কমিটি ফোরাম চাইছে পুজো মণ্ডপে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নতুন করে রায় দিক হাইকোর্ট। কেননা, মণ্ডপে দর্শক না এলে বিজ্ঞাপন দাতার কাছ থেকে বিজ্ঞাপন বাবদ অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়বে। আবার, ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরাম চাইছে, আগের রায়কে পুনর্বহাল রাখুক আদালত। কেননা, করোনা আবহে মণ্ডপে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দিলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।     

আরও পড়ুন-নাড্ডার কাছে নারায়ণী সেনার দাবি রাজবংশীদের, আশ্বাস দিয়েছেন সর্বভারতীয় সভাপতি,জানালেন রাজু

পুজো মণ্ডপে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞার রায়কে স্বাগত জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। ফোরামের তরফে ডাঃ কৌশিক চাকি বিচারপকি সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানান, আদালত যেন সোমবারের রায়কে বহাল রাখে। চিকিৎসক মহলের আশঙ্কা, পুজোয় মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ করা না গেলে, পুজোর পর করোনা সংক্রণ আরও বাড়বে। 

আরও পড়ুন-রাস্তার মাঝে কোমর সমান গর্ত, এ কেমন উন্নয়ন, গ্রামবাসীদের প্রশ্নে বিড়ম্বনায় টিম PK

আজ সকাল ১১টায় দুই পক্ষের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মণ্ডপে দর্শক প্রবেশ মামলায় সরগরম রাজ্য রাজনীতি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের যাওয়ার ভাবনা ফোরাম ফর দুর্গোৎসব কমিটির। আপাতত, পঞ্চমীতে উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষ।