সংক্ষিপ্ত

  •  নিউটাউন উপাসনা বিসর্জন ঘাটে শুরু হয়ে গেল প্রতিমা বিসর্জন 
  • মূলত নিউটাউন সল্টলেক এলাকার ঠাকুর এখানে বিসর্জন হয় 
  • সমস্ত স্বাস্থ্য বিধি মেনে করা নজরদারিতে চলছে বিসর্জন 
  • প্রতিমার সঙ্গে প্রায় পাঁচ জনকে ঘাট অবদি যেতে দেওয়া হচ্ছে 

 নিউটাউন উপাসনা বিসর্জন ঘাটে শুরু হয়ে গেল প্রতিমা বিসর্জন। মূলত নিউটাউন, রাজারহাট, সল্টলেক ও পার্শ্ববর্তী এলাকার ঠাকুর এখানে বিসর্জন হয়।সমস্ত স্বাস্থ্য বিধি মেনে করা নজরদারিতে চলছে বিসর্জন।

আরও পড়ুন, জল দিয়ে গিয়ে গলিয়ে প্রতিমা নিরঞ্জন ত্রিধারা সম্মেলনীতে, তৈরি কৃত্রিম জলাশয়   

করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে চলছে বিসর্জন।এই মুহূর্তে বাড়ির দুর্গা ঠাকুর বিসার্জন চলছে।বিকেলের দিকে ক্লাব ও আবাসনের ঠাকুর বিসার্জন হওয়ার কথা। করা হয়েছে দুটি টাওয়ার সেখানে ঢাকির ঢাক বাজাচ্ছে।প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে এনকেডিএ কর্মীরা। তারাই প্রতিমা গাড়ি থেকে নামানো থেকে শুরু করে জলে ভাসিয়ে দেওয়ার কাজ করছে। প্রতিমা বিসার্জনের সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাট। প্রতিমার সঙ্গে প্রায় পাঁচ জনকে ঘাট অবদি যেতে দেওয়া হচ্ছে। নজরদারিতে রয়েছে বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ।

 পিপিই কীট পরেই ধুনুচি নাচ, অভিনবভাবে মা দুর্গাকে বরণ করল ঠাকুরপুকুরবাসী

অপরদিকে, করোনা আবহে এবার  পুজো কার্নিভাল বাতিল করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই ভাসানের আগে ঠাকুর দেখা বা ভাসান দেখার কোনও সুযোগ থাকছে না সাধারণ দর্শনার্থীদের। তাই পরিষ্কার করে জানানো হয়েছে প্রতিটি পুজো কমিটির হয়ে কজন  যোগদান করতে পারবে। পুরো এলাকা কোভিড বিধি মেনে স্য়ানিটাইজড করতে হবে।