সংক্ষিপ্ত

  •  সার কোম্পানির নামে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ 
  •  ৬ রাজ্যে তল্লাশি চালান ইডির আধিকারিকরা 
  • রাজস্থান, হরিয়ানার পর সূত্র ধরে এবার পশ্চিমবঙ্গে
  •  সল্টলেকের জিসি ব্লকে তল্লাশি ইডির আধিকারিকদের 

শুভজিৎ পুততুন্ডঃ- সার কোম্পানির নামে আর্থিক কেলেঙ্কারি। ৬ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সল্টলেকের জিসি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র আধিকারিকরা। এই মুহূর্তে চলছে জোর কদমে তল্লাশি।

আরও পড়ুন, বিকল্প পথে ভর্তির কথা ভাবছে যাদবপুর-প্রেসিডেন্সি, মতামত জানাতে নির্দেশ শিক্ষক সংগঠনের


প্রসঙ্গত, রাজস্থানের মুখমন্ত্রী অশোক গ্যাহলোদ এবং তাঁর ভাই অগ্রজ সিং গ্যাহলোদ এর সার কোম্পানিতে আর্থিক দুর্নীতি হয়েছিল। বুধবার সেই সূত্র ধরেই সল্টলেকের জিসি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। একসঙ্গে গাড়ির লাইন লেগে গেছে, ওই ব্য়বসায়ী বাড়ির সামনে। কড়া নিরাপত্তার মধ্য়ে  ইডির আধিকারিকরা তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং যাবতীয় খঁটিনাটি বিষয়ে তদন্তে নেমেছেন।

আরও পড়ুন, বৃহস্পতিবার রাজ্য়ে লকডাউন, আজকের পর মাধ্যমিকের মার্কশিট মিলবে 'শুক্রবার'


উল্লেখ্য, রাজস্থান, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির আধিকারিকদের। সেই নিয়ে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজস্থান, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ৬টি রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। 

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের