সংক্ষিপ্ত

  • সোমবার থেকে চালু হবে ফেরি পরিষেবা 
  • আপাতত ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চলাচল করবে 
  • সোমবার পরিস্থিতি বুঝে বাড়ানো হবে যাত্রী সংখ্য়া 
  •  তবে মানতে হবে একাধিক সুরক্ষাবিধি 


সোমবার থেকে চালু হবে ফেরি পরিষেবা৷ আপাতত ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চলাচল করবে৷ সোমবার পরিস্থিতি দেখার পর  ৬০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চলার অনুমতি মিলবে৷ কী কী সুরক্ষাবিধি মানা হবে ফেরিতে, জেনে নেওয়া যাক।

আরও পড়ুন, সোমবার থেকেই খুলছে কলকাতার ৪৫ পুর বাজার, জানুন কী কী বিষয়ে কড়াকড়ি

গত ২৩ মার্চ বিকাল পাঁচটায় হুগলি নদীতে শেষ ফেরি চলেছিল, তারপর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার জেরে আটকে ছিল অনেক কিছুই। এবার সেই ফেরি পরিষেবা পুনরায় চালু হতে চলেছে। প্রথমে ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চলাচল শুরু হবে। সুরক্ষাবিধি মেনে কতটা ফেরি চলাচল নিরাপদ, তা দেখবেন জল পরিবহন নিগমের আধিকারিকরা। তারপর পরিস্থিতি বুঝে আরও ৬০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরি চলাচল। পুলিসি নজরদারি থাকবে। সামাজিক দূরত্ব বজায় রাখা হবে। প্রত্যেক যাত্রীর  মাস্ক পরা বাধ্য়তামূলক। পরতে হবে গ্লাভসও। তবে দফতরের কর্মীদের যাতায়াত ও কাজে যোগ দেওয়ার বিষয়ে একটা অনিশ্চয়তা আছে।

আরও পড়ুন, সোমবারে বেসরকারি বাসের চালু হওয়া নিয়ে বৈঠক আগামিকাল, তৈরি নতুন ভাড়ার তালিকাও


প্রসঙ্গত লকডাউনে অধিকাংশ ক্ষেত্রেই ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ জন থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব সরকারি, বেসরকারি অফিস। খুলে যাবে জুটমিল, চায়ের দোকানও। অর্থাৎ কর্মস্থলে যাওয়ার পথ প্রশস্ত করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সাধারন মানুষ কর্মস্থলে পৌঁছবেন কীভাবে, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ লোকাল ট্রেন এখনই চালাতে নারাজ রাজ্য, সেক্ষেত্রে লম্বা দূরত্বে ভরসা একমাত্র বাস পরিষেবা।
 

 

করোনা আক্রান্ত রাজ্য়ের তৃণমূল বিধায়ক, কালীঘাটের ফ্ল্য়াট সিল করে বসল পুলিশি প্রহরা

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের