সংক্ষিপ্ত

  • 'গুজরাটে ভ্যাকসিন ঢেলে দেওয়া হচ্ছে'
  • 'প্রধানমন্ত্রীর প্রতিশোধমূলক আচরণ'
  • 'সাংসদ হয়েছেন, সংবিধান পড়েননি'
  • মোদী-দিলীপ-শুভেন্দুকে নিশানা কল্যাণের
     


কসবার ভুয়ো ভ্য়াকসিন  কেলেঙ্কারি নিয়ে বিজেপির সিবিআই তদন্তের দাবিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এর আগে এনিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির শীর্ষ নের্তৃত্ব। তবে এদিন প্রায় সবাইকেই ভ্য়াকসিন  কেলেঙ্কারি নিয়ে পাল্টা নিশানা করলেন তিনি।

 

 

আরও পড়ুন, স্বপ্ন ছিল তাঁর বহুদূর, 'স্মার্ট অনলাইন ক্লাস' প্রোজেক্ট শুরু করতে চেয়েছিলেন দেবাঞ্জন 

রবিবার ডোমজুড়ে একটি রক্তদান শিবিরে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে 'অশিক্ষিত' এবং তাঁর 'দল'কে 'অশিক্ষিতদের দল' দাবি করলেন।  প্রসঙ্গত, দিলীপ ঘোষ  বলেছেন, কলকাতায় ভ্য়াকসিনকাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সবাই চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কমিশন গড়ে দায় সারা হচ্ছে। এই ঘটনায় তো কলকাতা পুরসভাও জড়িত। অথচ এখন নেতারা বলছেন চিনি না। রাজ্য চাইলে এই ঘটনার তদন্ত সিবিআই-কে দিয়ে করাতে পারত।। কিন্তু তা তারা করাচ্ছে না। কারণ তাঁধের নেতারাই জড়িত।' তারপেরই এদিন  কল্যাণ  বলেন, 'তিনি সাংসদ হয়েছেন, তবে কোনওদিন সংবিধান পড়েননি। তিনি জানেন না কোনটা রাজ্যের  আর কোনটি সিবিআইয়ের এক্তিয়ারের মধ্যে পড়ে।' এদিন তিনি সরাসরি নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করে বলেন পশ্চিমবঙ্গ বলে এখানে ইচ্ছে করে ভ্যাকসিন পাঠানো হচ্ছে না। অথচ গুজরাটে ভ্যাকসিন ঢেলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর প্রতিশোধমূলক আচরণ' বলে অভিহিত করেন। 

 

 

আরও পড়ুন, TMC কাউন্সিলরের ছেলের ফ্ল্যাটে মিলল বোমা, ক্ষোভ উগরে গ্রেফতারের দাবিতে কামারহাটিবাসী 

অপরদিকে, সম্প্রতি কসবায় ঘটে যাওয়া এই ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডের কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লেখা প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন,  'ওনার এখন কাজ নেই। কোন লোক তার সঙ্গে নেই। তাই বসে বসে চিঠি লিখছেন।'

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস