- তথ্যপ্রযুক্তি শিল্পে লগ্নি টানতে প্রকল্প গড়ছে রাজ্য
- লগ্নি আসছে ৩ হাজার কোটি টাকার বেশি
- সেখানেই ৯০০০ কর্মসংস্থান হতে চলেছে
- জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
২০২১ এর নির্বাচনের দোরগড়ায় বাংলা জয়ে মরিয়া তৃণমূলের সরকার। বাংলায় এবার তথ্যপ্রযুক্তি শিল্পে লগ্নি টানতে সিলিকন ভ্যালি প্রকল্প গড়ছে রাজ্য। এবং সেখানেই ৯০০০ কর্মসংস্থান হতে চলেছে। এই সকল সংস্থার হাত ধরেই লগ্নি আসছে তিন হাজার কোটি টাকারও বেশি। ইনফোকমের উদ্ধধনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
আরও পড়ুন, ভিসা ছাড়াই বিশ্ব-ভ্রমণ, বহাল তবিয়তে এই ১৬ টি দেশে ঘুরে আসতে পারবেন ভারতীয়রা, দেখুন ছবি
ইনফোকোমের মূল প্রতিপাদ্য, দি নেক্টট নর্ম্যাল
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইনফোসিস রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছে। শীঘ্রই প্রকল্পের নির্মাণ পরিকল্পনা জমা দেবে। পরে বছর কাজ শুরু হবে। উইপ্রো-কেও একই শর্তে জমি দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে এদিন তিনি রাজ্যে লগ্নির আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণে এবছর বিধ্বস্ত গোটা বিশ্ব। তার সঙ্গেই পথ চলার নতুন দিশা খুজতে ইনফোকোমের মূল প্রতিপাদ্য, দি নেক্টট নর্ম্যাল।
আরও পড়ুন, বড়সড় সুখবর, কো-ভ্যাক্সিন দিতে প্রস্তুত কলকাতা, জানালেন ফিরহাদ
'মেরুকরণে নয়, সকলকে নিয়ে উন্নয়ন'
সংশ্লিষ্ট মহলের মতে, করোনা সঙ্কটের মধ্য়েই এসেছে নতুন সুযোগও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, 'কোভিড টিকার জন্য অপেক্ষার পাশাপাশি পরের ধাপের জন্যও প্রস্তুত থাকতে হবে। স্বল্প, মাঝারি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি রাখতে হবে। ক্ষতির পরেও কীভাবে বাঁচতে হবে, তাঁর পরিকল্পনা জরুরী। সেই জন্য সঠিক অগ্রাধিকার ঠিক করতে হবে। মেরুকরণে নয়, সকলকে নিয়ে উন্নয়নের পথে চলার পরিবেশ গড়তে হবে।'
আরও দেখুন, 'ইশকওয়ালা ফুড', শীতে মুড বদলাতে এখনই বেরিয়ে পড়ুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 4, 2020, 6:12 PM IST