সংক্ষিপ্ত
- নেতাজিনগর ও নরেন্দ্রপুরে দুই দম্পতি খুনের ঘটনায় আতঙ্কিত শহরের মানুষ
- কলকাতার এই দুই নৃশংস খুনের ঘটনায় এবার নিজের মতামত জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- পুলিশকেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, খুন করে সম্পত্তি দখল করা যাবে না
নেতাজিনগর ও নরেন্দ্রপুরে দুই দম্পতি খুনের ঘটনায় আতঙ্কিত শহরের মানুষ। কলকাতার এই দুই নৃশংস খুনের ঘটনায় এবার নিজের মতামত জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, খুন করে সম্পত্তি দখল করা যাবে না।
আরও পড়ুনঃ বাথরুমের মধ্যে জোড়া ট্রলি ব্যাগ, ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। পুলিশকে বৃদ্ধ দম্পতিদের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। এমনকী তিনি এও বলেন, নিহত দম্পতিদের জমি বাড়ি কারোকে দখল করতে দেওয়া হবে না। ওই জমিতে তাঁদেরই স্তম্ভ তৈরি করা হবে।
আরও পড়ুনঃ বাড়িতেই খুন নিঃসন্তান বৃদ্ধ দম্পতি, খুনের পিছনে কি প্রোমোটিং চক্র
প্রসঙ্গত, মঙ্গলবার শহরের দুই এলাকায় নরেন্দ্রপুরের একটি বাগানবাড়ি থেকে ট্রলির মধ্যে উদ্ধার হয় দম্পতির দেহ। এই দম্পতির নাম প্রদীপ বিশ্বাস ও আলপনা বিশ্বাস। একই দিনে নেতাজিনগরের বাড়ি থেকে উদ্ধার হয় নিঃসন্তান বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করা হয়। মৃত দম্পতির নাম দিলীপ মুখোপাধ্যায় ও স্বপ্না মুখোপাধ্যায়। এই খুনের ঘটনার পিছনে প্রোমোটিং চক্র রয়েছে বলে জানা গিয়েছে।