সংক্ষিপ্ত
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী মতা বন্দ্য়োপাধ্যায়। মেধা তালিকায় থাকা সকল জেলার কৃতি ছাত্র ছাত্রীদের প্রতি বার্তা দিয়ে টুইট করেছেন তিনি।তবে কেবল ছাত্রছাত্রীরাই নয়, একইসঙ্গে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী মতা বন্দ্য়োপাধ্যায়। মেধা তালিকায় থাকা সকল জেলার কৃতি ছাত্র ছাত্রীদের প্রতি বার্তা দিয়ে টুইট করেছেন তিনি। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই মমতা টুইট করে লেখেন, মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। আমাদের জেলায় ছেলেমেয়েরা অসাধারণ ফলাফল করছেন। শহরের ছাত্র ছাত্রীরাও আমাদের গর্বিত করেছে।
তবে কেবল ছাত্রছাত্রীরাই নয়, একইসঙ্গে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের কুর্নিশ জানাই। খুব দ্রুতই এবছর ফল ঘোষণা হয়েছে। ২০২৩ সালের সূচিও এদিন ঘোষণা করা হয়েছে। তবে যারা এবছর উত্তীর্ণ হতে পারেনি বা আশানুরূপ ফল করতে পারেনি, তারা হতাশ হয়ো না, ভবিষ্যতের জন্য লড়াই জারি রাখো।
আরও পড়ুন, সপ্তাহ পেরোলেই এবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা করে ওয়েবসাইটও জানাল সংসদ
প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতিবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম নয়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। সেই অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। চলতি বছরে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। মাধ্যমিকের পাশের হারে দ্বিতীয় স্থানে কালিংপং।কালিংপংয়ে পাশের হার ৯৪ শতাংশের বেশি। কলকাতা, পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি। পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।
এদিন সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন সকাল ৯ নাগাদ নির্ধারিত সময় অনুযায়ী সাংবাদিক সম্মেলন শুরু করেন। আসতে শুরু করে একের পর এক ভাল খবর। চলতি বছরে মাধ্যমিকে প্রথম হয়েছে দুই জন। এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন বাঁকুড়ার অর্ণব ঘড়াই এবং বর্ধমানের রৌণক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯৩। উল্লেখ্য, এবছর রেজাল্ট জানতে সকাল ১০টা থেকে নজর রাখুন ওয়েব সাইটে। ওয়েব সাইট গুলি হল, wbresults.nic.in, wbbse.wb.gov.in, exametc.com, results.shiksha, schools9.com, vidyavision.com, fastresult.in এই কয়টি ওয়েব সাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসে দেখতে পারেন রেজাল্ট। এক্ষেত্রে নির্দিষ্ট নম্বরে রোল নম্বর পাঠালেই হল। 5676750 নম্বরে WB10 লিখে স্পেশ দিন। তারপর Roll Number লিখুন। পাঠিয়ে দিন। এতে এসে যাবে পরীক্ষার রেজাল্ট। চাইলে অ্যাপের মাধ্যমে দেখতে পারেন রেজাল্ট। এক্ষেত্রে প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট ২০২২ অ্যাপটি ডাউনলোড করুন। জেনে যাবেন রেজাল্ট।
আরও পড়ুন, 'কলেজ ফেস্টে আর বিলাসিতা নয়', কেকে-র অকাল মৃত্যুর পর টিএমসিপি-কে কড়া বার্তা তৃণমূলের