সংক্ষিপ্ত

  •  করোনার থাবা ফের আরজি কর  হাসপাতালে 
  • করোনা আক্রান্ত সিসিউতে কর্মরত এক নার্স 
  •  ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্স কোয়ারেন্টাইনে 
  • উল্লেখ্য়, এই নিয়ে রাজ্য়ে একাধিক হাসপাতালের নার্স করোনা আক্রান্ত হয়েছেন 

 এমআর বাঙ্গুর, এনআরএস,  পিয়ারলেস হাসপাতাল, টাটা ক্যানসার হাসপাতাল,মেডিক্য়ালের পর এবার করোনার থাবা ফের আরজি কর  হাসপাতালে। করোনা আক্রান্ত হলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরও এক নার্স।  ওই নার্সের করোনা পজিটিভ রিপোর্ট আসতেই ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, টানা ৩৮ দিন ভেন্টিলেশনে থেকে করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন টালিগঞ্জের প্রৌঢ়, মিরাকল বলে দাবি চিকিৎসকদের

সূত্রের খবর,  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিউতে কর্মরত ছিলেন ওই নার্স। সম্প্রতি তাঁর করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তার লালারস নমুনা পরীক্ষায় পাঠানো হয়। করোনা রিপোর্ট পজিটিভ আসতেই নড়েচড়ে বসে আরজি কর কর্তৃপক্ষ। ওই নার্সের করোনা পজিটিভ রিপোর্ট আসতেই ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আরও কারা সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত এপ্রিল মাসের শেষের দিকে আরজিকর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক এবার করোনা আক্রান্ত হয়েছিলেন। যার জেরে আরজি কর হাসপাতালের ৯ চিকিৎসককে পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে।

আরও পড়ুন, লকডাউনে এন্ট্রি ও এক্সিট ই-পাস চালু করল পশ্চিমবঙ্গ সরকার, জানুন প্রয়োজনীয় একাধিক নাম্বার


উল্লেখ্য়,  করোনা আক্রান্ত হয়েছেন মেঘালয়ের বাসিন্দা, টাটা ক্যানসার হাসপাতালের এক নার্স।  স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, ওই নার্স নিউটাউনের বিই ব্লকে ভাড়া থাকতেন। তাঁর রুমমেটকেও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা মেডিক্য়াল কলেজ, এমআর বাঙ্গুরের এক নার্স,এনআরএস হাসপাতালের নার্স, পিয়ারলেস হাসপাতালের ২ জন চিকিৎসক, একজন নার্স এবং দুজন স্বাস্থ্যকর্মীও সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। একের পর এক স্বাস্থ্য় কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবরে পরিষেবা নিয়ে রীতিমত চিন্তায় পড়েছেন স্বাস্থ্য় দফতর।

আরও পড়ুন, মাত্র ৫০০ টাকাতেই করোনা পরীক্ষা, দেড় ঘন্টায় রিপোর্ট জানাবে কলকাতার এই সংস্থার টেস্ট কিট

 

 

 

'যোদ্ধারা সমরে-করোনা দূরে', ফের সচেতনতামূলক পথচিত্র আঁকল বেলেঘাটা ৩৩ পল্লী

বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর