সংক্ষিপ্ত

কাশীপুর বিজেপি কর্মী 'খুনের' অভিযোগে ময়নাতদন্ত স্থগিতের আরজি জানিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে।ময়নাতদন্ত আপাতত বন্ধ রাখার আরজি জানিয়েছেন নিহত বিজেপি নেতার মা।  

কাশীপুর বিজেপি কর্মী 'খুনের' অভিযোগে ময়নাতদন্ত স্থগিতের আরজি জানিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে।ময়নাতদন্ত আপাতত বন্ধ রাখার আরজি জানিয়েছেন নিহত বিজেপি নেতার মা। এই আরজি জানিয়ে হা্ইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিজেপির অভিযোগ,' খুন করা হয়েছে' অর্জুন চৌরাসিয়া নামের ওই যুবককে। খবর পেয়েই কর্মসূচিতে বদল করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই বিমানবন্দর থেকে সোজা ঘটনাস্থলে যাবেন অমিত শাহ। কাশীপুর বিজেপি কর্মী 'খুনের' অভিযোগের ঘটনায় মামলা দায়েরের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রেল কোয়ার্টারের পাশেই অর্জুনের বাড়ি। পরিবার সূত্রে খবর, কাজে যাচ্ছেন বলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন অর্জুন। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের তরফে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করলেও কোনও হদিশ পায়নি পরিবার।এরপর শুক্রবার সকালে নিখোঁজের ডাইরি করার কথা ভেবেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তার আগেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান, রেল কোয়ার্টারের নিচে একটি ঘরে গলা ফাঁস লাগিয়ে ঝুলছেন অর্জুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় চিৎপুর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের সায়ন্টিফিক উইং। 

আরও পড়ুন, 'ফের পলিটিক্যাল টুরিস্ট ফিরে এসেছে বাংলায়', পার্থ-কাকুলির তোপের মুখে অমিত শাহ

আরও পড়ুন, কাশীপুরে নিহত বিজেপির কর্মীর বাড়িতে অমিত শাহ, অর্জুনের পরিবারের 'পাশে থাকা'-র প্রতিশ্রুতি

বিজেপির অভিযোগ,' খুন করা হয়েছে' অর্জুন চৌরাসিয়া নামের ওই যুবককে। খবর পেয়েই কর্মসূচিতে বদল করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেই বিমানবন্দর থেকে সোজা ঘটনাস্থলে যাবেন অমিত শাহ। দেখা করতে পারেন মৃতের পরিবারের সঙ্গেও। এই ঘটনার পর বিমানবন্দরে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। তবে অমিত শাহ যাওয়ার আগেই দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। যদিও পুলিশকে দেহ উদ্ধারে বাধা দিয়েছে অর্জুনের পরিবারের সদস্যরা।অভিযোগ অর্ঝুনের পরিবারের সদস্যদের ধাক্কা মেরে ফেলে বিজেপির যুবনেতার দেহ নিয়ে যায় পুলিশ।

দিন ঘটনাস্থলে পৌছে যান বিজেপি কল্যাণ চৌবে। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থক ও পরিবারে সদস্য। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে প্রথম বচসা, পরে ধস্তাধস্তি রণক্ষেত্রে চেহারা নেয় এলাকায়। দেহ উদ্ধার করে নিয়ে যেতে চাইছিল পুলিশ। কিন্তু নিরন্তর বাধাপ্রাপ্ত হচ্ছিলেন পুলিশকর্তা। বিজেপির দাবি ছিল, অমিত শাহ, অর্জুন চৌরাসিয়ার বাড়ি না আসা পর্যন্ত পরিবারের অমতে দেহ নিতে পারবে না পুলিশ।এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যদিও ধুন্ধুমারের মাঝেই অর্জুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। তারপরেই হাইকোর্টে ময়নাতদন্ত স্থগিতে আরজি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি, আজই তৈরি হতে পারে নিম্নচাপ