সংক্ষিপ্ত

  • রিজেন্টপার্কের তরুণী খুনে  উঠে আসা তথ্য়ে নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা 
  • প্রেমিকাকে খুন করতে জয়ন্ত হালদার ঘরে বসে বানিয়ে ফেলে মারণ অস্ত্র 
  • বাড়িতে বসে ইন্টারনেট ঘেঁটে ধৃত বানিয়েছে বন্দুক,কার্তুজও তারই বানানো 
  •  এত নিখুঁত ছক কষে ঠাণ্ডা মাথায় খুন সে কীভাবে করল,  ভাবাচ্ছে তদন্তকারীদের 

রিজেন্টপার্কের তরুণী খুনে  উঠে আসা তথ্য়ে নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। প্রেমিকাকে খুন করতে সেই যুবকই কিনা ঘরে বসে বানিয়ে ফেলল মারণ অস্ত্র। এমনকি কার্তুজও। রিজেন্ট পার্ক কাণ্ডে জয়ন্ত হালদারের কাণ্ডে অবাক লালবাজারের তদন্তকারীরা। 

আরও পড়ুন, কলকাতায় চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, তবে ভাসতে চলেছে উত্তরবঙ্গ


পেশায় গাড়ির চালক প্রিয়াঙ্কা খুনে অভিযক্ত জয়ন্ত হালদারের কোনও ক্রিমিনাল রেকর্ডও নেই। গোয়েন্দাদের প্রথম সন্দেহ হয় প্রিয়াঙ্কার শরীরের বুলেটের ক্ষতস্থান দেখে। সাধারণত বন্দুক থেকে ছোঁড়া গুলির থেকে অনেকটাই আলাদা ধরণের ক্ষত। পোস্টমর্টেমে জানা যায়, প্রিয়াঙ্কার শরীরে ক্ষত খুবই নিম্নমানের বুলেট থেকে তৈরি।  এদিকে জয়ন্তকে জেরা করতেই বেরিয়ে আসে হাড় হিম করা তথ্য। অবাক হয়ে যান লালবাজারের  তদন্তকারীরা। জেরায় জানা যায়, প্রেমিকাকে খুন করার জন্য বন্দুক কেনেনি জয়ন্ত। বাড়িতে বসে ইন্টারনেট ঘেঁটে নিজেই বানিয়েছে বন্দুক। এমনকি কার্তুজও তার নিজে হাতেই বানানো।  বিভিন্ন হার্ডওয়্যারের দোকান ঘুরে সেসব জোগাড় করে ফেলে। ছোট ওয়েল্ডিং মেশিনও কিনে আনে। তারপর বাড়িতেই ঝালাই করে বানিয়ে ফেলে ওয়ান শটার বন্দুক।  

আরও পড়ুন, ফের অঘটন, দক্ষিণ চীন সাগরে তেলবাহী ট্যাঙ্কার জাহাজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ বাঙালি ইঞ্জিনিয়ার

প্রসঙ্গত, প্রেমিক জয়ন্ত হালদার বিবাহিত এবং তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। এই খবর পৌঁছে গিয়েছিল প্রেমিকা কলেজছাত্রী প্রিয়াঙ্কার কাছে। এরপরই জয়ন্তের থেকে সরে আসে প্রিয়াঙ্কা।  বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। আর এই ঘটনাই কাল হয় প্রিয়াঙ্কার জীবনে। শনিবার সকাল আটটা নাগাত সবাই তখন ঘুমোচ্ছিলেন। তবে বাড়ির মেন গেট খোলা ছিল। সেই সুযোগে ঘুমন্ত অবস্থায় প্রিয়াঙ্কা পুরকাইতকে তাঁর প্রাক্তন প্রেমিক জয়ন্ত হালদার বাইক নিয়ে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঘাড়ে গুলি করে এবং কুপিয়ে খুন করে পালায়।  রক্তাক্ত প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশি জেরায় অভিযুক্ত জয়ন্ত হালদার জানায়, সে আদৌ জানত না এই গুলিতে কতটা কাজ হবে। তাই মৃত্যু নিশ্চিত করতে টার্গেটকে ফের কুপিয়ে খুন করে সে।  তবে এত নিখুঁত ছক কষে ঠাণ্ডা মাথায় খুন সে কীভাবে করল, এটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।

 

 

একদিনে রাজ্য়ে করোনায় সংক্রামিত ৪১৪,মারা গিয়েছেন ১৫ জন

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি