সংক্ষিপ্ত

 

  • তারাতলা বন্ধ কোম্পানিতে চলল গুলি, কোম্পানির নাম 'স্টোন ইন্ডিয়া '
  • সোমবার সকালে এক ব্য়াক্তিকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা রক্ষী 
  •   আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে 
  •  কী কারনে এই ঘটনা হল, তার তদন্তে তাঁরাতলা থানার পুলিশ 

 তারাতলা বন্ধ কোম্পানিতে চলল গুলি। কোম্পানির নাম স্টোন ইন্ডিয়া। তারাতলার বিশাল জায়গা নিয়ে রয়েছে কোম্পানিটি। আর সেখানেই সোমবার সকালে এক ব্য়াক্তিকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা রক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তাঁরাতলা থানার পুলিশ।

 

 

আরও পড়ুন, টালিগঞ্জের অশোকনগর বিদ্যাপীঠের ১০০ জনের উচ্চ মাধ্য়মিকের ফল আসেনি, পথ অবরোধ পরিক্ষার্থীদের
 
জানা গিয়েছে, অনেকদিন ধরেই বন্ধ স্টল ইন্ডিয়া নামের এই কোম্পানি। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, সোমবার সকালবেলায় কোন ব্যক্তি এই কোম্পানিতে ঢোকার চেষ্টা করে। এরপরেই তাঁকে লক্ষ্য করে সিকিউরিটি গার্ড গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হয় ওই ব্যাক্তি। এরপর ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনাটি ঘিরে বেড়ে চলেছে রহস্য। সাতসকালে এই গুলি চলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাঁরাতলার ওই এলাকায়।

আরও পড়ুন, কোভিডে আক্রান্ত একাধিক কর্মী, সোমবার সরকারি বাস কমার আশঙ্কা

তবে সেই ব্যক্তি কী কারনে এই বন্ধ কোম্পানিতে ঢুকে ছিল, সেটা তদন্ত করছে তারাতলা থানার পুলিশ। এবং যে নিরাপত্তা রক্ষী গুলি চালিয়েছিল তাঁকেও আটক করা হয়েছে। তাঁর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে আহত ব্য়াক্তি সুস্থ হলেই আসল কারণ বেরিয়ে আসবে বলে অনুমান করা হচ্ছে।

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের