- Home
- Lifestyle
- Health
- ফের মহামারির চোখরাঙানি দক্ষিণের এই রাজ্যে, Hepatitis A সংক্রমণ কাড়ল ৩১০০০ মানুষের প্রাণ
ফের মহামারির চোখরাঙানি দক্ষিণের এই রাজ্যে, Hepatitis A সংক্রমণ কাড়ল ৩১০০০ মানুষের প্রাণ
কেরলে মহামারির আকার নিচ্ছে Hepatitis A । দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। গত কয়েক বছর ধরেই এই রোগের সংক্রমণ বাড়ছে। কিন্তু এবার তা ভয়ঙ্কর আকার নিয়েছে। আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে।

মহামারির আকার নিচ্ছে হেপাটাইটিস এ (Hepatitis A )
কেরলে মহামারির আকার নিচ্ছে Hepatitis A । দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। গত কয়েক বছর ধরেই এই রোগের সংক্রমণ বাড়ছে। কিন্তু এবার তা ভয়ঙ্কর আকার নিয়েছে। ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত রাজ্যে ৩০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
কেরলে Hepatitis A সংক্রমণ
কেরল প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫৩৬ জন। ইতিমধ্যেই ৮২ জনের মৃত্যু হয়েছে। ক্রমশই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আতঙ্ক বাড়ছে রাজ্যের বাসিন্দাদের মধ্যে।
Hepatitis A - সংক্রমণের কারণ
বিশেষজ্ঞদের মতে কেরলের স্বাস্থ্যবিধির ব্যর্থতা ও পরিচ্ছন্নতার চূড়ান্ত অভাবে পানীয় জল দুষিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের কথায় ভূগর্ভস্থ জল সম্পূর্ণরূপে দূষিত হয়েছে। যার ফলে মহামারির মত ছ়ড়াচ্ছে Hepatitis A। আক্রান্তের তালিকায় শিশু থেকে বৃদ্ধ তরুণ-তরুণী সকলেই রয়েছে।
Hepatitis A কী?
Hepatitis A একটি ভাইরাল সংক্রমণ। সরাসরি লিভারকে প্রাভাবিত করে। Hepatitis A ভাইরাল (HAV) নামে পরিচিত। শরীরে প্রবেশ করলে লিভারের সমস্যা তৈরি করে। রোগের লক্ষণ খুব হালকা। সাধারণ চিকিৎসার মাধ্যমে সেরে যায়। কিন্তু রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে।
Hepatitis A -র লক্ষণ
ভাইরাস সংক্রমিত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেয়। ডায়েরিয়া, ক্লান্তি, গাঁটে ব্যাথা, হাড়ে ব্যাথা, পেটের সমস্যা হয়। খিদে পায় না। বারবার জ্বর আসে। শরীরে চুলকানি বা ত্বকের সমস্যা তৈরি হয়েছে। Hepatitis A সরাসরি লিভারে প্রভাব ফেলে। Hepatitis A -র লক্ষণগুলি সংক্রমণের ২-৬ সপ্তাহের মধ্যেই দেখা দেয়।
কীভাবে ছড়ায়?
Hepatitis A ভাইরাস প্রধানত সংক্রমিত ব্যক্তির মল এবং রক্তে পাওয়া যায়। এই রোগটি বিভিন্ন উপায়ে ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির খাওয়া খাবার খেলে, নোংরা বা দূষিত জল পান করলে, অথবা সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি থাকলে এবং তার সংস্পর্শে এলে এই ভাইরাস অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

