Health News: এই বিষয়ে গবেষণা বলছে, টি ব্যাগের গঠন, গুণমান ও রাসায়নিক প্রক্রিয়াজনিত কারণে তা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। দূষণ বাড়ে পরিবেশের। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Teabag Health Problems: দিনের শুরু হোক বা অফিসের কাজের চাপের ক্লান্তি কাটাতে বিকেলে এক কাপ চায়ে চুমুক দিতে মন চাইছে? শরীর ও মনে রিফ্রেশ আনতে যখন তখন চুমুক দিচ্ছেন টি-ব্যাগে। সহজে ও দ্রুত চা বানাতে এখন টি ব্যাগই অবলম্বন। কিন্তু জানেন কী, প্রতিদিন এই টি ব্যাগে বানানো চায়ে চুমুকের অভ্যাস অজান্তেই ডেকে আনছে আমাদের শরীরের জন্য একাধিক বিপদ? স্বাস্থ্য ও পরিবেশগত দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এরফলে।

এই বিষয়ে গবেষণা বলছে, টি ব্যাগের গঠন, গুণমান ও রাসায়নিক প্রক্রিয়াজনিত কারণে তা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। দূষণ বাড়ে পরিবেশের। নিয়মিত টি ব্যাগ ব্যবহার করলে দীর্ঘমেয়াদী মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। দেখা দিতে পারে মারণ রোগ। আসুন তাহলে জেনে নিই টি-ব্যাগের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে। এটি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর! 

১. মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি:- 

বেশিরভাগ টি ব্যাগ তৈরি হয় ব্লটিং পেপার, সিন্থেটিক ফাইবার ও পলিপ্রোপাইলিনের মিশ্রণে। আবার কিছু ব্র্যান্ড সিল্ক বা নাইলনের মতো দেখতে প্লাস্টিক দিয়ে তৈরি করে টি ব্যাগ। গরম জলে ডোবালেই এই উপাদানগুলি থেকে বেরিয়ে আসে মাইক্রোপ্লাস্টিক, যা শরীরে প্রবেশ করে অন্ত্রে জমতে থাকে। এটি শরীরের কোষগুলিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। লিভার ও কিডনির ওপর চাপ ফেলে।

২. ক্যানসারের ঝুঁকি:- 

কিছু টি ব্যাগকে সাদা বা ঝকঝকে রূপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এপিক্লোরোহাইডিন (Epichlorohydrin) নামক একটি রাসায়নিক, যার শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। গরম জলে ভেজানোর পর এই উপাদান চায়ে মিশে যায়। দীর্ঘদিন ধরে এই রাসায়নিক শরীরে গেলে বিপদ বাড়তে পারে।

৩. নিম্নমানের চা পাতা:-

টি ব্যাগের ভিতরের থাকা চা পাতাগুলো সাধারণত কারখানায় চা প্রক্রিয়াজাতকরণের সময় ছেঁকে ফেলা ফাইন ডাস্ট বা ফ্যানিংস নামে পরিচিত চায়ের গুঁড়ো। এতে চায়ের গুণগত মান অনেকটাই কম থাকে। অতিরিক্ত প্রক্রিয়াজাত ও কৃত্রিম স্বাদ ও গন্ধ মেশানো এসব চা শরীরের ক্ষতি করতে পারে।

৪. পরিবেশ দূষণ:-

টি ব্যাগের প্লাস্টিক উপাদান শুধু শরীরেই নয়, প্রভাব ফেলছে পরিবেশেও। এগুলি সহজে মাটিতে মেশে না এবং দীর্ঘ সময় পর্যন্ত থেকে মাটি ও জলের দূষণ ঘটায়। প্লাস্টিক বর্জ্যের আরেকটি উৎস হয়ে উঠছে এই টি ব্যাগগুলো।

তবে বিকল্প উপায়?:- 

অর্গানিক চা বা লুজ চা পাতা ব্যবহার করুন। স্টিল বা সিলিকন ছাকনি দিয়ে ছেঁকে চা পান করুন। কম্পোস্টেবল বা অর্গানিক টি ব্যাগ কিনুন, যেগুলি প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।