Disease Symptoms: মুখই শরীরের আয়না। অনেক ক্রনিক রোগের লক্ষণ সবার প্রথম মুখে ফুটে ওঠে। অবহেলা না করে এমন লক্ষণ দৃশ্যমান হলে সত্বর চিকিৎসকের পরামর্শ নিন।
Disease Symptoms: চিকিৎসা বিজ্ঞান বলছে, বেশ কিছু জটিল ও দীর্ঘস্থায়ী রোগ আছে যাদের প্রাথমিক লক্ষণ অনেক সময় মুখের মধ্যেই প্রথম ফুটে ওঠে। মুখের ত্বক, জিহ্বা, ঠোঁট ও মুখগহ্বরের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে শরীর সংকেত দিতে শুরু করে। আমরা অবহেলা করলেও চিকিৎসকের পরামর্শ নিলে তারা অবশ্যই বুঝতে পারেন। হঠাৎ করে আপনার ত্বকের রং বদলানো বা অতিরিক্ত লোমের আধিক্য, মুখে দীর্ঘস্থায়ী হওয়া ফুসকুড়ি এসবই গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। দরকার শুধু একটু সচেতন হওয়ার। আসুন দেখে নি কোন ধরনের গুরুতর রোগগুলি কীভাবে বুঝবেন?
১. যৌনরোগ : অনেকরকম যৌনরোগ আছে যার লক্ষণ আপনার মুখে ফুটে ওঠে। যেমন ঠোঁটের ওপর, দুই গালে অবাঞ্ছিত লোমের আধিক্য অনেকেই স্বাভাবিক মনে করতে পারেন। তবে প্রধান কারণ হল হরমোনের ভরসাম্যহীনতা। হরমোন তার ভরসাম্য হারালেই মুখে ব্রণ, অতিরিক্ত লোমের আধিক্য দেখা যায়। যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOD, অ্যাড্রিনালিন হরমোন ও থাইরয়েড রোগের কারণেও অনেক সময় এই লক্ষণ দেখা যায়।
আবার হারপিসের কারণে মুখে দীর্ঘস্থায়ী ঘা, HIV থেকে ওরাল থ্রাশ বা সাদা দাগ, মুখে আলসার - এই ধরণের উপসর্গ গুলি ফুটে উঠতে দেখা যায়। অনেকেই আছেন যারা এইধরণের দৃশ্যমান উপসর্গের সমস্যাগুলিতে ভ্রূক্ষেপ করেন না। অথচ এগুলোই বড়ো কোনো রোগের কারণ হয়ে দাঁড়ায়।
২. ক্যান্সার : ভারতে দিন দিন তামাক, গুটখা, অন্যদের সেবন যে হারে বাড়ছে তাতে মুখের ক্যান্সার এখন বেশ স্বাভাবিক। তবে এই রোগের লক্ষণ হিসেবে মুখে আলসার ফুসকুড়ির মতো দেখা যায়। প্রাথমিকভাবে খুব ব্যথা অনুভূত না হলেও অবহেলা করলে চলবে না। অনেক সময় দাঁতের ডাক্তাররা মুখের ভেতর পরীক্ষা করার সময় এ রোগের লক্ষণ শনাক্ত করতে পারেন।
৩. পেটের সমস্যা : গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স বা GERD, আসলে শরীরে পুষ্টির ঘাটতির কারণে হওয়া একটি সমস্যা, যার লক্ষণও মুখে ফুটে ওঠে আগে। ঠোঁটের কোণা ফেটে যাওয়া, মুখে বার বার আলসার, অ্যাসিডের কারণে দাঁতের এনামেল ক্ষয় - এধরণের গ্যাস্ট্রোইন্টাসটাইনাল লক্ষণ গুলি, পেটের আগে মুখে ফুটে ওঠে। অবহেলা না করে সত্ত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
৪. অটোইমিউনিটি : অটোইমিউনিটি রোগগুলি শরীরের নিঃশব্দেই বাড়তে থাকে। সাধারণত শরীরের ইমিউনিটি কমে যায় এতে। গুরুতর কোন লক্ষণ দৃশ্যমান হয় না বাহ্যিক শরীরে। লুপাস, পেমফিগাস, ভালগারিস এবং লাইকেন প্ল্যানাসের মতো অটোইমিউন রোগের সমস্যার লক্ষণ - মুখে, মাড়ি ও গালের ভেতরে দেখা যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


