গর্ভধারণ থেকে সন্তানের জন্ম পর্যন্ত মা-কে থাকতে হয়, সতর্ক। প্রতিটি পদক্ষেপে মেনে চলতে হয় বিশেষ নিয়ম। নিয়ম মেনে খাওয়া-দাওয়া করতে হয়। এই সময় কী খাবেন না, কী খাবেন না- সে বিষয়ে নিয়ম মেনে চলতে হবে। মেনে চলতে হয় বিশেষ চার্ট। গর্ভধারণের সময় আদা খাওয়া উপকারী কি না, তা নিয়ে অনেকে চিন্তায় থাকেন। আজ রইল আদার পাঁচটি উপকারের হদিশ।