চোখের সাজ পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে আই লাইনার থেকে কাজল, মাস্কারা সবই ব্যবহার করে থাকি। এবার শুধু সাদা কাজল দিয়ে করুন চোখের মেকআপ। জেনে নিন সাদা কাজল কীভাবে ব্যবহার করবেন। চোখ ছাড়াও ঠোঁটের সজ্জায় ব্যবহার করতে পারেন সাদা কাজল। এবার থেকে এই টোটকা মেনে মেকআপ করুন। এতে সহজে ফুটে উঠবে আপনার সৌন্দর্য।