চলতি মাসের প্রথম থেকেই শুরু হয়েছে আংশিক লকডাউন (Lockdown)। বিধিনিষেধ আরোপ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। এখন বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাংশ লোক নিয়ে চলছে অফিস (Office)। বাকি সকলে কাজ করছেন বাড়ি থেকে। আর লকডাউন মানে চারিদিকে করোনার খবর। সারাদিন টিভিতে (TV) চলছে নিউজ চ্যানেল (News Channel), সোশ্যাল মিডিয়া (Social Media) ঘাঁটলে মিলছে করোনার খবর। এবার সারাটা দিন করোনার (Corona) খবর না দেখে আরও কয়টি কাজ করুন। খবর তো দেখবেনই, তবে সারাদিন নয়। রইল দশটি কাজের টিপস (Tips) । খবর দেখার সঙ্গে সঙ্গে এই দশটি কাজ করুন। দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে।