সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। আতঙ্কের আরেক নাম করোনা। করোনা রুখতে চলছে হাজারো প্রচেষ্টা। একটানা লকডাউনের পথেই হাঁটছে গোটা বিশ্ব। তারই মধ্যে আজ আবার জামাইষষ্ঠী। তবে প্রতি বছরের মতোন এই বছরটা যেন অনেকটাই ফিকে। যদিও ফিকে হলে জামাই আদরটা ভার্চুয়ালিও সেরে নিয়েছেন অনেকেই। আর যারা কিনা কাছে পিঠে রয়েছেন তারা অনেকেই এই দিনটা উদযাপন করছেন। কারণ বছরের এই একটাই বিশেষ দিন যেদিন কিনা জামাইরা পাত পেড়ে কব্জি ডুবিয়ে শ্বশুরবাড়িতে খান। তাই লকডাউন স্পেশ্যাল জামাইষষ্ঠীতে খেতে বসার আগে মাথায় রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়।