দরজার বাইরে কড়া নাড়ছে বর্ষা। গরমের থেকে একটু স্বস্তি পেতে যেন সকলেই মুখিয়ে থাকে এই বর্ষার জন্য। কিন্তু বর্ষাকালে সবচাইতে বড় যে সমস্যা সেটা হল চুলের সমস্যা। এই সময়টাতেই সবথেকে বেশি চুল ওঠা, এবং চুলের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। চুল পরা, খুসকি, ঘামাচি, স্ক্যাল্পে ইনফেকশান, এই সমস্ত সমস্যা লেগেই থাকে। বর্ষাকালে আবহাওয়া আর্দ্র থাকার জন্য চুল বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সময়টাতে চুলের স্পেশাল কেয়ার করা ভীষণ জরুরি। কাজের ব্যস্ততার মধ্যে বর্ষার দিনে কীভাবে চুলের বিশেষ যত্ন নেবেন, দেখে নিন একনজরে।