চুলে চিরুনি দিনেই মন খারাপ হয়ে যায়। সমস্যা থেকে বাঁচতে আমরা কত কী করে থাকি। কখন বাজার চলতি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু (Shampoo) ব্যবহার, কখনও স্পা (Spa), কখনওবার চলে হেয়ার মাস্কের (Hair Mask) ব্যবহার। এই সকল প্রোডাক্টের জন্য সাময়িক ভাবে চুল পড়া বন্ধ হয় ঠিকই, কিন্তু পুরোপুরি সুরাহা হয় না।