চুলের নানান সমস্যায় ভুগছেন অনেকেই। চুল পড়া, অকাল পক্কতা, খুশকি এমকী ডগা ফাটার সমস্যায় ভুগছেন অনেকেই। চুল চেরার সমস্যায় ভুগছেন অনেকেই। এই সমস্যা সমাধানে বাজার চলতি প্রোডাক্ট (Products) তো ব্যবহার করবেনই। এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। আজ রইল কয়টি প্যাকের হদিশ। কয়টি ঘরোয়া উপকরণ দিয়ে প্যাক বানাতে পারেন।