শত চেষ্টা সত্ত্বেও সঠিক ভাবে মেকআপ ফুটিয়ে তুলতে না পারলে জানবেন, সমস্যা রয়েছে আপনার ত্বকে। ত্বকের রোমকূপে নোংরা জমে থাকলে, ত্বকের চামরা খসখসে হলে কিংবা ত্বকে কোনও রকম জীবাণু সংক্রমণ থাকলে সঠিক ভাবে মেকআপ ফুটিয়ে তোলা কঠিন। এক্ষেত্রে মেকআপ করার আগে কয়টি ফেসপ্যাক (Face pack) ব্যবহার করুন।