এই রোগ থেকে মুক্তি পেতে বহুদিন ধরে চালু হয়েছে টিকাকরণ (Vaccination)। সম্প্রতি, টিকাকরণ শুরু হয়েছে বাচ্চাদের (Kids)। তবে, করনোরা ভ্যাকসিন নিয়ে অনেক অভিভাবকদের মনেই রয়েছে নানান ধারণা। রয়েছে বেশ কিছু মিথ (Myth)। অনেক অভিভাবকরাই বাচ্চাদের টিকা দিতে ভয় পাচ্ছেন। টিকা নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে তাদের মনে।