শীতের মরশুমে ব্যবহার করুন এই চারটি প্যাকে মধ্যে একটি, দূর হবে রুক্ষ্ম ত্বকের সমস্যারুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার? শুষ্কতা, চুলকানি, ত্বক ফাটার মতো সমস্যা দূর করতে ব্যবহার করুন কলা-মধু, ওটস-দুধ-মধু, অ্যালোভেরা-মধু অথবা অ্যাভোকাডো-দুধের প্যাক। সপ্তাহে কয়েকদিন ব্যবহারেই ত্বকে ফিরবে জেল্লা।