শীতে ত্বক উজ্জ্বল হবে ঘরোয়া প্যাকের গুণে, রইল পাঁচটি প্যাকের হদিশ, দেখে নিন এক ঝলকেশীতকালে রুক্ষ ও ফাটা ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া প্যাকের টিপস। দই-হলুদ, দই-মধু, পেঁপে-মধু, দুধ-আমন্ড অয়েলের মতো উপাদানের প্যাক ব্যবহার করে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখুন।