রুগীর মূত্র থলিতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল এই স্টোন, যাকে চিকিৎসা পরিভাষায় সিস্টস্টমি বলা হয়, স্টোন ইন উরিন ব্লাডার। মঙ্গলবার রুগীকে সম্পূর্ণ পরীক্ষানিরীক্ষা করার পর অস্ত্রপ্রচার করা হয় এবং ৫০০ গ্রাম ওজনের সেই পাথর কে কেটে দেহ থেকে বার করে আনার কাজ সফলতার সাথে সম্পূর্ণ করা হয়।