চুলের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা প্রায়শই নতুন নতুন পদ্ধতি অনুকরণ করে থাকি। কেউ নিত্য নতুন প্রোডাক্ট ব্যবহার করেন, কেউ স্পা করান তো কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এবার এই সব বাদ দিয়ে ব্যবহার করুন জাফরান। চুলের যত্নে জাফরান বেশ উপকারী। এই কথা অনেকেই জানেন না। কিন্তু, জাফরানের তৈরি হেয়ার মাস্ক একবার ব্যবহারে দূর হয় চুলের যাবতীয় সমস্যা। জেনে নিন কীভাবে।