চুলের যত্নে কেউ ব্যবহার করেন পাতিলেবুর প্যাক। আবার কেউ কেউ লাগান পেঁয়াজের প্যাক। খুশকি, অকাল পক্কতা, চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই নানান পদ্ধতি অনুসরণ করে থাকেন। আবার অনেকে ঘরোয়া টোটকার বদলে কেনেন কেউ বাজার প্রোডাক্ট। কেউ করান পার্লার ট্রিটমেন্ট। এবার ব্যবহার করুন অ্যালোভেরা। চুলের যত্নে অনেকেই অ্যালোভেরা ব্যবহার করেন। এবার চুলের বৃদ্ধি করতে বা গ্রোথ বাড়াতে বিশেষ উপায় ব্যবহার করুন অ্যালোভেরা। জেনে নিন কীভাবে।