বিয়ের প্রথম ৬টা মাস সব ঠিক থাকলেও, আস্তে আস্তে নানা রকম সমস্যা সামনে এসে দাঁড়ায়। এই থেকে শুরু হয় অশান্তি। শেষে বিচ্ছেদ। তবে একবার বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে, সারা জীবন একা কাটাবেন এমন নয়। বিয়ের আগে মানুষ চিন্তে ভুল হতেই পারে। তাই বলে, একটা ভুলের জন্য সারাটা জীবন একা থাকার সিদ্ধান্ত নেওয়া কোনও বুদ্ধি মত্তার কাজ নয়। তাই ডিভোর্সের পরও ডেটিং করতে পারেন।