ভারতের ইতিহাস অনেক পুরনো। তাই ইতিহাসের সাক্ষীও রয়েছে অনেক। প্রাচীন দক্ষিণ ভারতের মন্দিরগুলি যেখন চোল আর দ্রাবিড় সভ্যতার নিদর্শন বহন করে তেমনই উত্তর ভারতে রয়েছে মোঘত স্থাপত্য। যা হিন্দু আর মুসলিন- দুই সম্প্রদায়ের মিলনের কথা বলে। আজ গোটা বিশ্ব পালন করছে বিশ্ব হেরিটেজ দিবস ২০২২। এই বিশেষ দিনে এক চলুন এক নজরে দেখেনি দেশে সেরা ১০টি ঐতিহাসিক ভবন। কালের নিয়মে সেগুলি জীর্ণ হলেও এখনও আমাদের দেশের ইতিহাস, সমৃদ্ধি, বীরত্বের কথা বলে যাচ্ছে নীরবে।