আর মাস খানেকের অপেক্ষা। তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তারপরেই একে একে দশেরা, দীপাবলি, ছটপুজো। এই উৎসবের মরশুম ঘিরে উজ্জ্বল হয়ে ওঠে ভারতবর্ষ। দুর্গাপুজো দিয়ে যে উৎসবের সূচনা তা একেবারে শেষ হয় ক্রিসমাসে বর্ষশেষের ছুটিতে। কিন্তু করোনা এবারে এতদিনের এতদিনের অভ্যাস, আনন্দ, সবের মানে পাল্টে দিয়েছে। অক্টোবর–নভেম্বরে এই মহামারির মধ্যে কতজন বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, দেখুন দেশবাসী কী মতামত দিচ্ছে।