Australia vs England: প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান। এই ম্যাচে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যদিও ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে তারা।
Australia vs England: অ্যাডিলেডে বুধবার থেকে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। যে ম্যাচে, প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান। এই ম্যাচে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যদিও ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে তারা।
ওপেনার ট্র্যাভিস হেড ফিরে যান মাত্র ১০ রানে, জেক ওয়েদারল্ডের ঝুলিতে মাত্র ১৮ রান, মার্নাস ল্যাবুশাং-এর সংগ্রহে ১৯ রান এবং ক্যামেরন গ্রিন কার্যত, খালি হাতে আউট হন। বরং, উসমান খাওয়াজা বেশ ভালো লড়াই করেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৮২ রান। কিন্তু দুর্দান্ত লড়াই করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারে। ১০৬ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি। সেইসঙ্গে, জশ ইংলিস করেন ৩২ রান।
অপরদিকে, অধিনায়ক প্যাট কামিন্সের ঝুলিতে ১৩ রান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
