Australia vs England: প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান। এই ম্যাচে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যদিও ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে তারা।
Australia vs England: অ্যাডিলেডে বুধবার থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। যে ম্যাচে, প্রথম দিনের শেষে অজিদের স্কোর ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান (australia vs england)। এই ম্যাচে, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যদিও ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়েন তারা (aus vs eng)।
১০৬ রানের অসাধারণ ইনিংস
ওপেনার ট্র্যাভিস হেড ফিরে যান মাত্র ১০ রানে এবং জ্যাক ওয়েদারল্ডের ঝুলিতেও মাত্র ১৮ রান। স্বাভাবিকভাবেই, বিপাকে পড়ে যায় অজি ব্রিগেড। এরপর নেমে মার্নাস ল্যাবুশাংও করেন মাত্র ১৯ রান এবং ক্যামেরন গ্রিন কার্যত, খালি হাতে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। বরং, উসমান খাওয়াজা বেশ ভালো লড়াই করেন। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৮২ রান।
কিন্তু দলের কঠিন সময়ে হাল ধরলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারে। রীতিমতো ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ২২ গজে ১০৬ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি। সেইসঙ্গে, জশ ইংলিস করেন ৩২ রান। অপরদিকে, অধিনায়ক প্যাট কামিন্সের ঝুলিতে ১৩ রান।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স এবং উইল জ্যাকস। ১টি উইকেট জশ টং-এর দখলে। আপাতত প্রথম দিনের খেলা শেষ। অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান। ক্রিজে মিচেল স্টার্ক ৩৩ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন নাথান লিয়ন। যদিও তিনি কোনও রান পাননি। চলতি সিরিজে আগের দুটি টেস্ট জিতে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
দুই দলের প্রথম একাদশ
অস্ট্রেলিয়াঃ ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশাং,খাওয়াজা, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড
ইংল্যান্ডঃ জ্যাক ক্রলে, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমিয়ে স্মিথ (উইকেটকিপার-ব্যাটার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, জশ টং
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
