BCCI Annual General Meeting: রবিবার এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) দিন ভারতীয় ক্রিকেট প্রশাসনে বড় রদবদল হয়ে গেল। এদিন মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা। সেখানেই নতুন পদাধিকারীদের বেছে নেওয়া হল।

DID YOU
KNOW
?
প্রাক্তন ক্রিকেটার মিঠুন
রঞ্জি ট্রফিতে দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহাস দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। তাঁর নেতৃত্বেই বিরাট কোহলির অভিষেক হয়।

Mithun Manhas: হরভজন সিং (Harbhajan Singh)-সহ যাঁদের নাম শোনা যাচ্ছিল, তাঁরা কেউই শেষপর্যন্ত লড়াইয়ে টিকে থাকলেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন বিসিসিআই সভাপতি (BCCI President) নির্বাচিত হলেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, তিনি রজার বিনির (Roger Binny) স্থলাভিষিক্ত হচ্ছেন মিঠুন। রবিবার আনুষ্ঠানিকভাবে এই প্রাক্তন ক্রিকেটার বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বিনির পর টানা তৃতীয়বার কোনও প্রাক্তন ক্রিকেটার বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন। ক্রিকেট প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা আছে মিঠুনের। তিনি এর আগে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Jammu and Kashmir Cricket Association) ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এবার তিনি গুরুদায়িত্ব পেলেন। বিসিসিআই এখন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সংস্থা। ভারতীয় দল টি-২০ ফর্ম্যাটে বিশ্বসেরা। ওডিআই ফর্ম্যাটেও অন্যতম সেরা দল ভারত। এই সাফল্য ধরে রাখা এবং টেস্টেও ভারতীয় দলকে বিশ্বসেরা করে তোলার জন্য উপযুক্ত পরিকল্পনাই মিঠুনের লক্ষ্য থাকবে।

মিঠুনের নেতৃত্বে অভিষেক বিরাটের

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলেছেন মিঠুন। তিনি দিল্লির রঞ্জি দলের অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বেই রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বিরাট কোহলির (Virat Kohli) অভিষেক হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মিঠুন। তাঁর যথেষ্ট অভিজ্ঞতা আছে। ফলে বিসিসিআই সভাপতি হিসেবে সাফল্য পেতে পারেন।

দায়িত্বে বহাল শুক্লা-সাইকিয়া

বিনির পদত্যাগের পর বিসিসিআই-এর অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন রাজীব শুক্লা (Rajeev Shukla)। তিনি এবারও সহ-সভাপতি হিসেবে থেকে গেলেন। বিসিসিআই সচিব হিসেবে থেকে গেলেন দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। যুগ্ম-সচিব নির্বাচিত হলেন প্রভতেজ সিং ভাটিয়া (Prabhtej Singh Bhatia)। কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন এ রঘুরাম ভাট (A Raghuram Bhat)। বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের (BCCI Apex Council) একমাত্র সদস্য নির্বাচিত হলেন জয়দেব নিরঞ্জন শাহ (Jaydev Niranjan Shah)। বিসিসিআই গভর্নিং কাউন্সিলের (BCCI Governing Council) দুই নতুন সদস্য নির্বাচিত হলেন অরুণ সিং ধূমল (Arun Singh Dhumal) ও এম খাইরুল জামাল মজুমদার (M. Khairul Jamal Majumdar)। নতুন ও পুরনো সদস্যরা বিসিসিআই-এর আর্থিক উন্নতি ও প্রভাব বজায় রাখতে পারবেন বলেই আশা করছে ভারতীয় ক্রিকেট মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।