Pahalgam Attack: মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার নিন্দায় সারা বিশ্ব। অনেক রাষ্ট্রনেতাই এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। সমাজের বিভিন্ন অংশের মানুষ এই ঘটনার নিন্দায় সরব।
Sachin Tendulkar On Pahalgam Attack: মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে সরব হলেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, ‘পহেলগাঁওয়ে নিরীহ মানুষের উপর মর্মান্তিক হামলার ঘটনায় আমি স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। দুর্গত পরিবারগুলি নিশ্চয়ই অভাবনীয় পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অন্ধকার সময়ে ভারত ও সারা বিশ্ব ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে আছে। আমরা জীবন হারানোর জন্য শোকপ্রকাশ করছি এবং বিচারের জন্য প্রার্থনা করছি।’ গত বছর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সচিন। তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন। সেই সুখস্মৃতি রয়েছে। কিন্তু ভূ-স্বর্গে বেড়াতে গিয়ে যেভাবে অন্তত ২৬ জন পর্যটককে প্রাণ হারাতে হল, তাতে শোকাহত সচিন।
জঙ্গি হামলার নিন্দায় হরভজন সিং
জাতীয় দলে সচিনের প্রাক্তন সতীর্থ হরভজন সিংও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘যাঁরা কাপুরুষোচিত হামলায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি অন্তর থেকে সহানুভূতি জানাচ্ছি। এই ঘটনা ক্ষমা করা যাবে না।’
পহেলগাঁও নিয়ে সরব সুরেশ রায়না
ভারতীয় ক্রিকেট দলের অপর এক প্রাক্তন সদস্য সুরেশ রায়নাও পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘কাপুরুষোচিত। অমানবিক। লজ্জাজনক। পহেলগাঁওয়ে হামলা শুধু জীবনের উপর আঘাতই নয়, আমাদের দেশের আত্মার উপর হামলা। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিচার যেন দ্রুত, কঠোর ও আপসহীন হয়।’
জঙ্গি হামলার নিন্দায় সৌভিক চক্রবর্তী
ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দায় সরব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ফুটবলার লিখেছেন, ‘পহেলগাঁওয়ে যা হয়েছে তা হৃদয়বিদারক ও লজ্জাজনক। কোনও কারণ ছাড়াই নিরীহ ব্যক্তিদের প্রাণ হারাতে হয়েছে। তাঁদের পরিবাবের জন্য প্রার্থনা করছি। হিংসা যথেষ্ট হয়েছে। এই ঘটনা যদি আপনাকে বিচলিত না করে, তাহলে কোথাও গোলমাল আছে। আমাদের ঐক্য দরকার, ভয় না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


