IPL 2025 MI vs CSK: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) হারিয়ে পয়েন্ট তালিকায় একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)।

IPL 2025 Mumbai Indians vs Chennai Super Kings: রবিবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৭৬ রান করল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও শিবম দুবে (Shivam Dube)। আয়ূষ মাত্রেও (Ayush Mhatre) লড়াই করলেন। তবে বাকিরা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ফের ব্যর্থ হলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ৬ বল খেলে ৪ রান করেন। মুম্বইয়ের হয়ে ভালো বোলিং করলেন তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। দীপক চাহার (Deepak Chahar), অশ্বিনী কুমার (Ashwani Kumar) ও মিচেল স্যান্টনার (Mitchell Santner) এক উইকেট করে নেন।

জাডেজা-শিবমের লড়াই

সিএসকে-র ওপেনার শায়েক রশিদ (Shaik Rasheed) ২০ বল খেলে ১৯ রান করেন। অপর ওপেনার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৯ বল খেলে ৫ রান করেন। আয়ূষ ১৫ বল খেলে ৩২ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। জাডেজা ৩৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। তিনিও চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। শিবম ৩২ বলে ৫০ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। জেমি ওভারটন (Jamie Overton) ৩ বল খেলে ৪ রান করে অপরাজিত থাকেন।

কবে ফর্মে ফিরবেন ধোনি?

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারেননি ধোনি। অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পাওয়ার পরেও তাঁর পারফরম্যান্সের উন্নতি দেখা যাচ্ছে না। রবিবারও দ্রুত আউট হয়ে গেলেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক। তিনি কবে বড় স্কোর করবেন, সেদিকে তাকিয়ে সিএসকে সমর্থকরা। উইকেটকিপিংয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ধোনি। তবে তাঁর ব্যাটিংয়ের ফর্ম কিছুতেই ফিরছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।