সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল-এও (IPL 2025) প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে। পয়লা বৈশাখ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জয়ের পথে কেকেআর।

IPL 2025 Punjab Kings vs Kolkata Knight Riders: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ১১১ রানে অলআউট হয়ে গেল পাঞ্জাব কিংস (Punjab Kings)। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তিনি নিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না, দলও ভালো জায়গায় পৌঁছতে পারল না। পাঞ্জাবের মাত্র পাঁচজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। কেউই বড় স্কোর করতে পারেননি। কেকেআর-এর হয়ে ভালো বোলিং করলেন হর্ষিত রানা (Harshit Rana), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), সুনীল নারিন (Sunil Narine)। বৈভব অরোরা (Vaibhav Arora), অ্যানরিক নর্খিয়েও (Anrich Nortje) উইকেট পেলেন। ১৫.৩ ওভারেই শেষ হয়ে গেল পাঞ্জাবের ইনিংস। ফলে সহজ জয়ের পথে কেকেআর।

পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়

এদিন পাঞ্জাবের ইনিংসের শুরুটা দেখে মনে হয়নি তারা এভাবে বিপর্যয়ের মুখে পড়বে। ওপেনিং জুটিতে যোগ হয় ৩৯ রান। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ১২ বলে ২২ রান করেন। অপর ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ১৫ বলে ৩০ রান করেন। কিন্তু এরপর পাঞ্জাবের মিডল অর্ডারে ধস নামে। অধিনায়ক শ্রেয়াস ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। জস ইনগ্লিস (Josh Inglis) করেন ২ রান। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) করেন ১০ রান। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) করেন ৭ রান। সূর্যাংশ শেডগে (Suryansh Shedge) করেন ৪ রান। শশাঙ্ক সিং (Shashank Singh) করেন ১৮ রান। মার্কো জ্যানসেন (Marco Jansen) করেন ১ রান। জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett) করেন ১১ রান। ১ রান করে অপরাজিত থাকেন আর্শদীপ সিং (Arshdeep Singh)।

কেকেআর-এর অসাধারণ বোলিং

কেকেআর-এর হয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষিত। ২১ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন সুনীল। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন বৈভব। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন নর্খিয়ে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।